Blogger Widgets Blogspot Tutorial

সি-ইন-এড পরীক্ষা জুন-২০১২ এর ফলাফল প্রকাশ হয়েছে


সি-ইন-এড ২০১১ শিক্ষাবর্ষ (২য় শিফট) এর মূল সনদপত্র বিতরণ শুরু



সি-ইন-এড ২০১১ শিক্ষাবর্ষ (২য় শিফট) এর মূল সনদপত্র সিলেট পিটিআইতে ২০/০৯/২০১২ তারিখ এসে পৌছেছে। ২৪/০৯/২০১২ তারিখ থেকে অফিস চলাকালীন সময়ে প্রার্থী নিজে মূল সনদপত্র গ্রহণ করতে পারবেন।

মূল সনদপত্র গ্রহণের জন্য সুপার মহোদয় বরাবরে একটি আবেদনপত্র (প্রবেশপত্রের ফটোকপি সহ ) দিতে হবে।

বিশেষ প্রয়োজনে যোগাযোগ- ০১৭১২৫০৩৮৬৩

সি-ইন-এড পরীক্ষা ডিসেম্বর-২০১১ এর ফলাফল প্রকাশ হয়েছে


সি-ইন-এড পরীক্ষা ডিসেম্বর-২০১১ এর ফলাফল প্রকাশ হয়েছে

আজ ২২ মার্চ ২০১২ তারিখ সি-ইন-এড ২০১১ শিক্ষাবর্ষ (২য় শিফট) এর ফলাফল প্রকাশিত হয়েছে। সিলেট পিটিআই এর সুপার মহোদয় সি-ইন-এড বোর্ড থেকে জানিয়েছেন ১ম বিভাগ পেয়েছেন-১০২জন, ২য় বিভাগ পেয়েছেন-৯১ জন ও ফেল করেছেন- ২২ জন। বিস্তারিত ফলাফল এখনো আমাদের হাতে এসে পৌছায়নি। 

১৫/০২/২০১২ তারিখ বুধবার সি-ইন-এড ২০১১ শিক্ষাবর্ষ (২য় শিফট) এর প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হবে ইনশাআল্লাহ।

অনেক পরিশ্রম এবং ঝামেলা শেষে সি-ইন-এড প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা স্থানীয় হিসাবরক্ষণ অফিস হতে পাস হলো। "আলহামদুল্লিাহ"। সিলেট পিটিআইতে সি-ইন-এড প্রশিক্ষণার্থীদের জুলাই-২০১১ তারিখ হতে পিইডিপি-২ প্রকল্প সমাপ্ত হওয়ার কারণে প্রশিক্ষণভাতা বন্ধ ছিল। উক্ত প্রশিক্ষণ ভাতার বরাদ্দ পিইডিপি-৩ প্রকল্প চালু হওয়ার পর গত মাসে পাওয়া যায়।

আজ প্রশিক্ষণ ভাতার বিলটি স্থানীয় হিসাব রক্ষণ অফিস হতে পাস হয়। আগামী ১৫/০২/২০১২ তারিখ বুধবার উক্ত ভাতা ২য় শিফট প্রশিক্ষণার্থীদের মাঝে বিতরণ করা হবে ইনশাআল্লাহ।
সকল প্রশিক্ষণার্থীগণকে ১৫/০২/২০১২ তারিখ দুপুর ১২:০০ টার মধ্যে পিটিআইতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা গেল।

সি-ইন-এড ২০১০-১১ শিক্ষাবর্ষ (১ম শিফট) এর মূল সনদপত্র বিতরণ শুরু

সি-ইন-এড ২০১০-১১ শিক্ষাবর্ষ (১ম শিফট) এর মূল সনদপত্র সিলেট পিটিআইতে ০৮/০২/২০১২ তারিখ এসে পৌছেছে। ১২/০২/২০১২ তারিখ থেকে অফিস চলাকালীন সময়ে প্রার্থী নিজে মূল সনদপত্র গ্রহণ করতে পারবেন।
মূল সনদপত্র গ্রহণের জন্য সুপার মহোদয় বরাবরে একটি আবেদনপত্র (প্রবেশপত্রের ফটোকপি সহ ) দিতে হবে।
বিশেষ প্রয়োজনে যোগাযোগ- ০১৭১২৫০৩৮৬৩

সিলেট পিটিআইতে সি-ইন-এড ২০১২ শিক্ষাবর্ষ (জানুঃ-ডিসেঃ) ২য় শিফট ভর্তি বন্ধ

১৮ মাস ব্যাপী ডিপিএড প্রোগ্রামের পায়লটিং কার্যক্রমের জন্য ডিপিএড ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৭টি বিভাগ (ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, সাগরদী, সিলেট এবং রংপুর পিটিআই) নির্বাচন করা হয়েছে। পায়লটিং কার্যক্রমের জন্য ২০১২ শিক্ষাবর্ষে (জানুঃ-ডিসেঃ) নির্বাচিত পিটিআইসমূহে দ্বিতীয় শিফট বন্ধ রাখার সিদ্ধান্ত রয়েছে বিধায় উক্ত ৭টি পিটিআইতে ২য় শিফটে ভর্তি করা যাবে না। বিষয়টি ইতোমধ্যে নেপ এর স্মারক নম্বর ৩৮.৪১৩.০০.০২.২০১০.১০, ১৯ জুলাই, ২০১১ মোতাবেক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য যে, প্রস্তাবিত ডিপিএড প্রোগ্রাম ১ শিফট হবে।

সি-ইন-এড ২০১০ শিক্ষাবর্ষ (২য় শিফট) এর মূল সনদপত্র বিতরণ শুরু

সি-ইন-এড ২০১০ শিক্ষাবর্ষ (২য় শিফট) এর মূল সনদপত্র সিলেট পিটিআইতে ২৯/০৯/২০১১ তারিখ এসে পৌছেছে। ০২/১০/২০১১ তারিখ থেকে অফিস চলাকালীন সময়ে প্রার্থী নিজে মূল সনদপত্র গ্রহণ করতে পারবেন।
মূল সনদপত্র গ্রহণের জন্য সুপার মহোদয় বরাবরে একটি আবেদনপত্র (প্রবেশপত্রের ফটোকপি সহ ) দিতে হবে।
বিশেষ প্রয়োজনে যোগাযোগ- ০১৭১২৫০৩৮৬৩